সমাজের আলো : টিউশন শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার( ১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মগবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মেয়েটি এসময় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানালেও কেউ ভ্রুক্ষেপ না করায়, নিজেই এর প্রতিবাদ করেন। মোবাইল হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তার পরিচয় জানার চেষ্টার পাশাপাশি অভিযুক্ত যুবককে ক্ষমা চাইতে বলেন। এসময় অভিযুক্ত যুবক ক্ষমা না চেয়ে বরং যৌন হয়রানীর পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। এসবই দেখা যায় সেই ফেসবুক লাইভে। এগারো মিনিটের সেই লাইভ ভিডিওতে আরও দেখা যায় ভুক্তভোগী তাকে তার অপকর্মের জন্য জবাবদিহিতা চাইতে থাকে। এসময় সে বারবার তাকে ক্ষমা চাইতে বলে। যখন অভিযুক্ত যুবক ক্ষমা চাইতে রাজি না হয় এবং বীরদর্পে এগিয়ে যেতে থাকে তখন মেয়েটিও তার পিছু নেয়। এক পর্যায়ে আইনে সোপর্দ করার হুঁশিয়ারিও তাকে দিতে থাকে মেয়েটি। কিন্তু সে তাতে কর্ণপাত না কর এগিয়ে যায়। এদিকে মেয়েটি তার পিছু নিয়ে মগবাজার নয়াটোলা র‌্যাব-৩ এর সিপিসি ক্যাম্পে-২ এর সামনে আসে। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা একজন র‌্যাব সদস্যের কাছে অভিযুক্তকে নিয়ে ভুক্তভোগী মেয়েটি অভিযোগ জানান। কিন্তু সেখানেও সেই র‌্যাব সদস্য কোন ব্যবস্থা না নিয়ে তাকে থানা পুলিশের কাছে অভিযোগ জানাতে বলে। এসময় মেয়েটি বারবার বলছিলো, সে টিউশনি করে বাড়ি ফিরছিলো তখন অভিযুক্ত যুবক তার যৌন হয়রানী করেছে। তারপরও সেই র‌্যাব সদস্য অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এররপর আবারও ভুক্তভোগী মেয়েটি, যুবকটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আবারও রওনা হয়। এক পর্যায়ে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে বারবার ক্ষমা চাইতে বলে অন্যথায় পুলিশের কাছে দেয়ার হুঁশিয়ারি করে মেয়েটি। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে কান ধরে উঠবস করে ক্ষমা চেয়ে পার পায় অভিযুক্ত যুবক। পুরো ঘটনাটিই ফেসবুক লাইভে দেখা যায়। এসময় লাইভ কমেন্টে এ ঘটনার ধিক্কার জানানোর পাশাপাশি অনেকেই ভুক্তভোগী শিক্ষার্থীর সাহসের প্রশংসা করেন। এমনকি এধরণের মানুষের কাছ থেকে নারী সমাজের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *