সমাজের আলো : রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ত্রুটিপূর্ণ পোশাক পরায় রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বুধবার (১৭ মার্চ) রাতে তাকে প্রত্যাহার করেন। পুলিশ সদর দফতর তাকে প্রত্যাহারের নির্দেশনা দেয়। জিল্লুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রাতেই তিনি থানা ছেড়ে পুলিশ লাইনে গেছেন।

