সমাজের অলো : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর এলাকার একটি মাজারে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় বাসিন্দাদেরও যাতায়াত রয়েছে। কয়েক মাস আগে ওই মাজারে স্থানীয় এক কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী একটি এলাকার যুবকের সাক্ষাৎ হয়। পরিচয়ের পর তাঁরা প্রায়ই ওই মাজারে দেখা করতেন। এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ওই যুবকের সঙ্গে সীমান্ত পাড়ি দেন কিশোরী। ভারতীয় অংশে ঢুকার পর কিশোরীকে আটক করেন বিএসএফ সদস্যরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে ফেরত দেয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ওই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। কিশোরীর বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের একটি গ্রামে। তাঁর বাবা পেশায় কৃষক। জামালপুর ৩৫ এর রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির বাংলাভিশন ডিজিটালকে জানান, ভারতে প্রবেশের পর ওই কিশোরীকে দেখে বিএসএফ সদস্যদের সন্দেহ হলে তাঁরা তাকে আটক করে। পরে কিশোরীর পরিচয় জেনে বিএসএফের পক্ষ থেকে আমকে ফোন করে বিষয়টি জানায়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ-কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পুলিশের কাছে ওই কিশোরীকে ফেরত দেওয়া হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, রাতে কিশোরী বকশীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে ছিল। সকালে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

