সমাজের আলো : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন এক সময় মাঠ ভরা ধান , গোয়াল ভরা গরু,পুকুর ভরা মাছ দেখা যেত।কিন্তু কালের বিবর্তনে মানুষ অধিক লাভের আশায় ধান চাষ বন্ধ করে লবণ পানি প্রবেশ করিয়ে শুরু করে আগ্রাসী লবন পানির চিংড়ি চাষ। সেই সাথে কমতে থাকে কৃষি জমির পরিমান । কমছে প্রানি সম্পদের সংখ্যা।বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটিতে লবনাক্ততার বাড়ার ফলে মাটিতে আর আগের মত ঘাস হয়না।এছাড়া ও ধান চাষে কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায়।কমে যায় প্রানী সম্পদের খাদ্য। নানা প্রতিকুল অবস্থার মধ্যেও স্থানীয় জনগোষ্টি প্রানী সম্পদ পালন করে যাচ্ছে। মহামারী করোনা কালীন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় গরুর ক্ষুরা রোগের প্রকোপ দেখাদেয়। সেই বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ভিন্ন ভিন্ এলাকায় ১০০ এর অধিক গরু ক্ষুরা রোগে মারা যায়।যার পরিপেক্ষিতে স্থানীয় জনগোষ্টি বারসিকের কাছে প্রাণী সম্পদ সুরক্ষায় ভ্যাকসিনেশন ক্যাম্প করার জন্য সহযোগিতার আহবান জানান।এই ভ্যাকনিনেশন ক্যাম্পটি স্থানীয় জনগোষ্টি এবং বারসিক যেীথভাবে কাজটি করার সিদ্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য দীর্ঘদিন ঐ এলাকার মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্টির মাধ্যমে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের সংগঠন ও কৃষি বাড়ি। তারমধ্যে রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের কাঞ্চন রানী বৈদ্য গড়ে তুলেছেন কৃষি বাড়ী।এই কৃষিবাড়ি কেন্দ্র করে কৃষি বাড়ী ও স্থানীয় জনগোষ্টির উদ্যোগে প্রানী সম্পদের (গরু) ভ্যাকসিনেশন ক্যাম্প যৈীথভাবে মহামারী করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আজ ২৪ মার্চ বুধবার কাঞ্চন রানী বৈদ্যের কৃষিবাড়ির মাধ্যমে ও স্থানীয় জনগোষ্টির উদ্যোগে মানিকখালী পূর্বপাড়া গ্রামে প্রশান্ত বৈদ্যের বাড়ির পিছনে প্রাণিসম্পদের (গরু)ক্ষুরা রোগ প্রতিরোধের জন্য প্রতিশোধক টীকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হয়। মানিকখালী পূর্বপাড়া গ্রামে ৪৬ টি পরিবারের ১৩২টি গরুর ক্ষুরা রোগের প্রতিশোধক টীকা দেওয়া হয়। শিবপদ মন্ডল(৬১),বলেন“প্রতি বছর একবার করে এই ক্ষুরা রোগের প্রতিশোধক টীকা দেওয়া দরকার। এ রোগে আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। সেই সাথে আমাদের প্রানী সম্পদের দিকে খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে কৃষক গনেশ চন্দ্র মল (৪৯) বলেন, আমাদের গ্রামে গরুর ক্ষুরা রোগ যাতে না হয়। সে জন্য এই ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের বিশ্বাস এই ভ্যাকসিন দেওয়া হলে গরুর ক্ষুরা রোগ হবে না। আমাদের গরু গুলো সুরক্ষিত থাকবে। তিনি আরো বলেন, এই ভ্যাকসিনেশন ক্যাম্প অন্যন্য জায়গায় আয়োজন করলে প্রাণী সম্পদ রক্ষা পাবে এবং প্রাণী সম্পদ পালনে স্থানীয় জনগোষ্টির আগ্রহ বাড়বে। সেই সাথে আমাদের উদ্যোগকে সফল ভাবে বাস্থবায়ন করার জন্য বারসিক কে ধন্যবাদ জানান। রক্ষা হোক আমাদের প্রাণী সম্পদ, টিকে থাক আমাদের সকল প্রাণ-বৈচিত্র্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *