সমাজের আলোঃ সাতক্ষীরা সদরে বৃহস্পতিবার (১৪ মে) অভ্যন্তরীন ধান সংগ্রহ ২০২০ উপলক্ষ্যে লটারীর মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সাতক্ষীরা আয়োজনে, উপকারভোগী কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরারা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন,  যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব দাস প্রমূখ।
।এ বৎসর ডিজিটাল পদ্ধতিতে এ্যাপস এর মাধ্যমে ২৬ টাকা দরে ধান ক্রয়ের জন্য লটারী করা হয়। সদর উপজেলায় এ বৎসর চাষীদের নিকট হতে ২ হাজার ৭৮৬ টন ধান ক্রয় করা হবে। সর্বমোট ২ হাজার ৭৮৬ টন ধান ক্রয় করা হবে। উপজেলার ১৪ টি ইউনিয়ন হতে মোট ৬ হাজার ৭৩০ জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করেছে। এর মধ্যে কৃষক প্রতি ১টন করে ধান বিক্রয় করতে পারবে। সর্বমোট ২ হাজার ৭৮৬ জন কৃষক ধান বিক্রি করতে পারবে। এ বৎসর নতুন নিয়মে প্রত্যেক কৃষকের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, কোন কৃষক যেন হয়রানী বা কোনভাবে প্রতারিত না হয় সেই জন্য উন্মুক্তভাবে ডিজিটাল পদ্ধতিতে এ্যাপস এর মাধ্যমে লটারী করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *