সমাজের আলো : বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে প্রস্তুতিকালে জনতা ৫০ ক্যারেট আম জব্দ করেছে। বুধবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে এ আম জব্দ করা হয়। কালিগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, কাঁচা আম বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পিকআপ ভর্তি ৫০ ক্যারেট আম জব্দ করা হয়। মোস্তাকসহ চারজন প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে বলে স্থানীয়রা জানায়। জব্দকৃত আম নষ্ট করা হবে বলে জানান তিনি।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক