সমাজের আলো : দিল্লিতে মৃত্যুর মিছিল। প্রতিদিন সেখানে এই মিছিলে সংখ্যা বাড়ছে। শুক্রবার একদিনে এক মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। এদিন দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪৮। এ ছাড়া ২৪ ঘন্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪,৩৩১ জন। ভারতের মধ্যে এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লির। সেখানে করোনা পজেটিভের শতকরা হার ৩২ ভাগ। দিল্লিতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯২ হাজার।এটাও এক রেকর্ড। এর আগে বৃহস্পতিবার দিল্লিতে মারা গেছেন ৩০৬ জন। বুধবার ২৪৯ জন। মঙ্গলবার ২৭৭ জন। সোমবার ২৪০ জন। রোববার ১৬১ জন এবং শনিবার ১৬৭ জন। দিল্লিতে অক্সিজেন সরবরাহে সঙ্কট দেখা দেয়ায় ঘটছে অধিক মৃত্যু। অনেক হাসপাতাল জানিয়ে দিয়েছে তাদের কাছে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসের মজুদ আছে মাত্র কয়েক ঘন্টার। এ ছাড়া সেখানে সাধারণ এবং আইসিইউ বেডেরও সঙ্কট দেখা দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *