সমাজের আলো : করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বিভিন্ন সময়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত মোবারক আলী (৮০), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বদরুদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬৩) ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে ইফসুফ আলী (৬৫)। তিান করোনার উপসর্গে মারা গেছেন।

