সমাজের আলো : কপোতাক্ষ খননের সুফল। ৮ মাসের জলমগ্ন পতিত জমি যখন ৩ ফসলী। সবুজ ও সোনালী ফসলের অপর সম্ভাবনার হাতছানিতে কৃষকদের মনে দোলা দিচ্ছে। পতিত জমির কিঞ্চিৎ লভ্যাংশ পেতে গিয়ে কোনভাবেই রক্তচোষা হায়েনাদের কবল থেকে রক্ষা পাচ্ছে না সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ অববাহিকার ৩ গ্রামের কৃষকরা । অনুসন্ধানে জানা গেছে, আশীর্বাদের কপোতাক্ষ নদ ২০০৭ সালের পর থেকে তার যৌবন হারিয়ে অভিশাপে রূপ নেয়। এরপর প্রতিবছরই কপোতাক্ষ তার বুকে বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে না পেরে উগরে দিয়ে নদ উপকূলে হাজার হাজার হেক্টর ৩ ফসলী জমি, মৎস্যঘের, বসতি সবই গিলে খায়। এ অঞ্চলের কৃষকসমাজ বাস্তুহারা, গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উচু রাস্তার ধারে খুপড়ি ঘর করে মানবেতর জীবনযাপন করতে থাকে। এরই মধ্যে বর্তমান সরকার কপোতাক্ষ অববাহিকার গ্রামীণ অর্থনীতিকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে ২৯২ কোটি টাকা ব্যয়ে ৪৮ কিলোমিটার নদ খনন করে পূর্ণরূপে ফিরিয়ে দিয়েছে কপোতাক্ষের যৌবনকে। দীর্ঘ ৮ বছর ফসলী জমি বর্ষার পানিতে গলা অবধি জলমগ্ন হয়ে থাকে। এসময় কিছু অতি মুনাফালোভী রক্তপিপাসুরা কৃষকদের অসহায়াত্বের সুযোগ নিয়ে নামমাত্র টাকা দিয়ে ঐ জমিতে মাছ চাষ শুরু করে। বিলের পর বিল, হেক্টরের পর হেক্টর যতদূর চোখ যায় সবই লোলুপ শ্রেণীর হস্তগত হয়ে ওঠে ফসলী জমি। কপোতাক্ষ যৌবন হারানোর পূর্বে যে জমিতে মরিচ, হলুদ, বেগুন, আখ, টমেটো, সবজি সহ আমন ও বোরো ধান সাথে পাট চাষ করত। জলমগ্ন হওয়ার পর তা ১ ফসলীতে পরিণত হয়। কপোতাক্ষ পূর্ণ যৌবনে ফিরে এসে আবারো পতিত জমিকে উর্বরে পরিণত করে ৩ ফসলীতে রূপান্তরিত করেছে। কিন্তু অসহায়ত্বের সুযোগ নেওয়া মাছ উৎপাদনকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কৃষকসমাজ। উপজেলার নোয়াপাড়া গ্রামের একাধিক কৃষক নিজেদের জমিতে নিজের ইচ্ছায় চাষ করার জন্য কার্যক্রম চালিয়ে গেলে স্থানীয় প্রশাসন রক্তপিপাসুদের অর্থের প্রলোভনে নানাভাবে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন। জানা যায়, গত ২০২০ সালের ২০ ফেব্রয়ারী নোয়াপাড়া এলাকার কৃষকদের সাথে বাকের বিলের মাছের লীজঘের মালিক জনৈক জাহিদ হোসেন, শহিদ হোসেন, নাহিদ হোসেন গংদের সাথে। তারা কিছুদিন মাছচাষ করার পর কৃষকদের সাথে চুক্তি অনুযায়ী লেনদেন ও চুক্তিভঙ্গ হওয়ায় উক্ত লীজঘের চুক্তিপত্র সকলের সম্মতিতে ২০২০ সালের ৬ জানুয়ারী এভিডেভিট করে বাতিল করা হয়। তৎকালীন সময়ে স্থানীয় প্রশাসন ও কিছু দালালচক্রকে কব্জায় নিয়ে কেশবপুর উপজেলার সুফলাকাটির সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মঞ্জুর রহমান উক্ত বিলে মাছ ছেড়ে চাষ শুরু করে। বর্তমান কৃষকরা ৩ ফসলী জমিতে ফসল উৎপাদন করে বেশী লাভ হওয়ায় মৎস্যঘেরে জমি না রেখে নিজদের অনুকূলে চাষাবাদ শুরু করলে তাদের উপর স্থানীয় প্রশাসন দিয়ে মামলা হামলার ভয় দেখিয়ে নানা হয়রানী করে চলেছে। ভুক্তভোগী কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে কাজ না হওয়ায় ফসলী জমি রক্ষার স্বার্থে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে। গতকাল ভুক্তভোগী কৃষকদের মধ্যে বাকের বিলের ২৯ শতক জমির মালিক মোঃ সিরাজুল সরদার (৬০), ৩০ শতক জমির মালিক আব্দুর রাজ্জাক মোড়ল (৬৫), ১৬৩ শতক জমির মালিক ডাঃ নওয়াব আলী সরদার, ৩০ শতক জমির মালিক আব্দুল হামিদ, ২৫ শতক জমির মালিক বাবলুর রহমান শেখ, ১৬ বিঘা জমির মালিক ডাঃ নুরুল ইসলাম, ২শ শতক জমির মালিক মাষ্টার জাহাঙ্গীর আলম সহ অন্তত ২০ এর অধিক কৃষক এসে জানায়, বর্তমান ফসল চাষে অধিক লাভবান। কপোতাক্ষ খননের পর সব মাঠে নানা ফসল ফললেও আমরা কোনভাবেই জমিতে ফসল ফলাতে পারছি না। নিজেদের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে কর্ষণ সৃষ্টি করতে গেলেই স্থানীয় থানাপুলিশ চাষাবাদে বাধা সৃষ্টি করছে। এবিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনেকটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে কৃষকদের স্বার্থ বিবেচনা না করে জোর করে মৎস্যঘের গ্রহীতার পক্ষ অবলম্বন করে নানা যক্তি তর্ক উপস্থাপন করে। এবিষয়ে নির্যাতিত কৃষকসমাজ জানিয়েছেন, বর্তমান মহামারীর সময় অধিক ফসল উৎপাদনের বিকল্প নেই। পৈত্রিক সম্পত্তি চাষাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *