সমাজের আলো : সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার অন্যতম আসামি বাসারকে গ্রেপ্তার করেছে।বাসারের বিরুদ্ধে হত্যাসহ ১২ টি মামলা রয়েছে।বাসার শিবিরের হেলমেট বাহীনির নেতা।তার নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন,মাধবকাঠির হামিদ,যুগিবাড়ির আজুকে হত্যা করা হয় । বাসার সাতক্ষীরা সদর উপজেলার বিহারিনগর গ্রামের ১৫ নাশকতা মামলার আসামি শরফদ্দিনের ছেলে।২০১৩ সালে সাংবাদিক ইয়ারব হোসেন কে পিটিয়ে ও কুপিয়ে মৃত্যু ভেবে সদর উপজেলার দেবনগর রাস্তার ধারে ফেলে দিয়ে যায়।সাংবাদিক হত্যার চেষ্টার মামলার অন্যাতম আসামি। সদর থানার ওসি জানান, বাসার ও তার ছেলেরা বিহারিনগর গ্রামের সোহারাব পরিবারের ৪৬ শতক জমি জোর পূর্বক দখল করে রেখেছে ।তারা হামলা চালিয়ে ৫ জন আহত করে ।এ ঘটনায় বাসারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ।এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ।

