সমাজের আলো রিপোর্টঃ সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের হাতে গড়া সেচ্ছাসেবীরা মাঠে কাজে নেমে পড়েছে বেশ শক্তভাবে। রোদের প্রচণ্ড তাপের মধ্যে দায়িত্ব পালন করেছেন।প্রথম দিন প্রাইভেট, পিকআপ ও বাস তল্লাশি করে কয়েক জনকে হোমকোরায়ান্টে রাখা হয়েছে। ২য় দিন বাইপাস সড়কের লাবসা থেকে একটি পিকআপ ও একটি প্রাইভেট আটক করেন টিমের সদস্যরা। ৫ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জরিমানা করা হয়েছে কয়েক জনকে। যশোরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা যানবাহন ও মটরসাইকেল ফেরত পাঠানো হয়। বিভিন্ন অজুহাত দেখালেও সিদ্ধান্তে অটল ছিলেন সদস্যরা। ইতিমধ্যে টিমের কার্যক্রম চোখ পড়েছে অনেকের।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে সচেতন করতে কাজ করছে স্বেচ্ছাসেবক টিম। শনিবার দিনব্যাপি জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত এ স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পয়েন্টে জনসচেতনতা ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক কাজ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের তত্বাবধানে তিনভাগে বিভক্ত হয়ে স্বেচ্ছাসেবককরা সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বাইরে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বরোপ করেন। শনিবার সকাল থেকে সাতক্ষীরা শহরের প্রবেশদ্বার, বিভিন্ন হাট বাজার ও দোকানপাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার প্রতি অনুরোধ জানান তারা। এসময় এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশ না করা এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতার অনুরোধ করা ।
