সমাজের আলোঃ  কলারোয়ায় পুলিশ পরিচয়ে মুক্তিযোদ্ধাসহ ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদকের বাড়িঘর ভাংচুর  করার অভিযোগ উঠেছে।

গত বুধবার গভীর রাতে উপজেলার হেলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সাদা পোশাকে পুলিশ পরিচয়দানকারীরা এলাকার কয়েকটি  বাড়ি ঘরেও হামলা চালিয়ে মহিলাদের লাঞ্চিত করে তারা।হামলার সময় একজন ইন্সপেক্টর ও একজন দারোগা ছিল বলে অভিযোগ উঠেছে।

গতকাল দুপুরে সরেজমিনে গেলে হেলাতলা গ্রামের মুক্তিযোদ্ধা শওকত আলীসহ গ্রামবাসী জানায়, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম করোনাকালে এলাকার দুস্থদের নাম তালিকাভূক্ত না করে নিজের স্বচ্ছল লোকদের নামের তালিকা করে। গত সোমবার সকালে এ নিয়ে কর্মহীন গরীব লোকজন হেলাতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেয়ে ইউপি সদস্য আমিরুল ইসলামের সাথে কথাকাটাকাটি করে। ইউপি সদস্যের বিরুদ্ধে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওই ইউপি সদস্যের বিরুদ্ধে গরীব ও অসহায় লোকজন ক্ষেপিয়ে তুলছে এমন সন্দেহে মঙ্গলবার বিকালে হেলাতলা বাজারে যেয়ে ইউপি সদস্য আমিরুল ও তার পক্ষের লোকজন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম ও তার লোকজনদের মারপিট করে। এ নিয়ে ইউপি সদস্য বুধবার সকালে কলারোয়া থানায় আ.লীগ নেতা রেজাউল ইসলাম, মু্িক্তযোদ্ধার ছেলে মোস্তাফিজুর রহমানসহ ৬ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আ.লীগ নেতা রেজাউল ইসলামের স্ত্রী বিলকিছ বেগম জানান, মামলা হয়েছে এমন খবরে তার স্বামী অন্যাত্র আত্মগোপন করে। এ সুযোগে বুধবার গভীর রাতে সাদা পোশাকে ৫ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে আসামী ধরার নাম করে তার বাড়িতে যায়। এসময় তারা লঠি দিয়ে রান্নঘরসহ বতস ঘরের চাল ভাংচুর করে ।বাঁধা দিতে গেলে ত হাত দিয়ে ঠেলা ধাক্কা মারে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে শ্বাশুড়ি সাবজান বেগম, মা সুফিয়া খাতুন ও মেয়ে কেয়া খাতুনকে মারধোর করা হয়। পরে তারা গুলি করার হুমকি দিয়ে চলে যায়। হামলা কারীদের মধ্যে এক জনকে দেখতে ফর্সা ও সুন্দর চেহারার।

হেলাতলা গ্রামের অচ্যুৎ কুমার বসু (বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা) তপন কুমার বসু (ডাক বিভাগের পোষ্টাল অপারেটর, সাতক্ষীরা) ব্যবসায়ী তরুণ কুমার বসু জানান, বুধবার  রাতে তাদের বাড়ি ঘরেও হামলা চালানো হয়েছে। মালাউনের বাচ্চাসহ অশ্রাব্য ভাষায় মহিলাদের গালিগালাজ করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। পুলিশ পরিচয়ে হামলাকারীদের মধ্যে আমিরুল ইসলাম, আনছার , জিয়াদ, সায়েম ও মান্নান ছিলো বলে তারা বাড়ির বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু বলেন, ঘটনা সত্য। হামলাকারীদের দলে রাতে হাইওয়ে ডিউটি পালন করা দুই এক জন পুলিশ থাকতে পারে বলে তার সন্দেহ। তবে ওসি তা স্বীকার করছে না বলে তিনি জানান।

এবিষয়ে কলারোয়া থানাও ওসি শেখ মুনীর উল গীয়াসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।মূঠোফোন ব্যাস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *