সমাজের আলো : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কর্মরতা কারারক্ষী পিন্টু মিয়াকে ৩২৮ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮ টার সময় কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়েছে। পিন্টু মিয়া বগুড়া জেলার সোনালতা থানার পূর্ব টেকানি এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, কারাগারের সদস্যরা পিন্টু মিয়ার চলাচলে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে। এসময় তার কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।পরে বিষয়টি তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি তখন কোনাবাড়ী থানায় জানায়। পরে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিন্টু মিয়াকে ৩২৮পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।

			