ইয়ারব হোসেনঃ সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠি হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান’র প্রভাবে সম্ভাব্য ক্ষয় ক্ষতি মোকাবেলায় জরুরীভাবে এ সভা আহবান করা হয়।রবিবার। (১৭ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি বলেন,আগামীকাল সোমবার বিকালের মধ্যে মাঠের সব ধান কেটে ঘরে তুলতে হবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলাজুড়ে মাইকিং করা হবে। উপকূলের মোট বাঁধের মধ্যে ৩৭ টি ঝুকিপূর্ন বেড়িবাঁধ আছে। এগুলো সার্বক্ষনিক তদারকি করার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া ১৪৭ টি সাইক্লোন সেল্টার আছে। সেখানে কাল বিকালে মধ্যে ঝুকিপূর্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় নেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ১ হাজার ৭৯৬ টি শিক্ষা প্রতিষ্টান আছে। সে গুলোকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে উদ্ধারকারী দল উপকূল এলাকায় পৌছে গেছে। তারা এলাকার নারী শিশু ও বয়োবৃদ্ধদের এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করেছে। সামাজিক দুরত্ব বাজায় রেখে উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পুলিশ, র্যাব, কোষ্টগার্ড, বিজিবি সহায়তা করছে। প্রয়াজনে অন্যবাহিনীর সদস্যদেরও সম্পৃক্ত করা হবে। উপজেলা প্রশাসনের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে চলে আসা মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ঘূণিঝড় ‘আমফান’ মোকাবিলায় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুুতি নিয়েছে। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ১৪৭টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সামজিক দূরত্ব বজায়ে রেখে সোমবার দুপুরের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া উদ্রোগ গ্রহণ করা হয়েছে। ১হাজার ৭৯৬ টি স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুুত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি,সাতক্ষীরা-১ আসনের সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শায়ায়েত, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতসহ বিভিন্ন সরকারি এবং বে-সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

