সমাজের আলো : ময়মনসিংহ গফরগাঁও উপজেলার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করা সেই দফতরিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশে বৃহস্পতিবার (২৭ মে) দিনগত রাত আড়াইটায় দফতরি মো. রকিব খানকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘থানা পুলিশের সঙ্গে যোযোযোগ করে রাত আড়াইটার দিকে দফতরিকে গ্রেফতার করা হয়েছে, যাতে সে পালিয়ে না যায়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলায় বাক-বিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষককে মারধর করে সে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম দফতরির শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ‘দেশের কোথাও কোথাও স্থানীয় প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক ছত্রছায়ায় অর্থ খরচ করে আউট সোর্সিংয়ে নিয়োগ পান কিছু দফতরি। এই ধরনের দফতরিরা কথা শুনতে চান না। সে কারণেই আজ এমন ঘটনা ঘটেছে।

