সমাজের আলো : ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের উপকূলীয় এলাকা। এ সময় জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়ে যায় উপকূল সংলগ্ন গ্রামগুলো। এই পানির সঙ্গেই লোকালয়ে ঢুকে পড়েছিল একটি লোনা পানির কুমির। শুক্রবার (২৮ মে) পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রামের একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইয়াসের প্রভাবে সুন্দরবন সংলগ্ন ব্রজবল্লভপুর গ্রামটি প্লাবিত হয়। শুক্রবার ভাটার টানে পানি নেমে গেলে স্থানীয় এক বাসিন্দা ওই গ্রামের পুকুরে একটি কুমির ভেসে থাকতে দেখেন। পরে বন বিভাগে খবর দেন তারা। খবর পেয়ে বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যান।বনকর্মীরা জানান, উদ্ধার হওয়া স্ত্রী কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ ফুট। উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কুমিরটি পুরোপুরি সুস্থ থাকায় তাকে লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

