সমাজের আলো : পুলিশ অভিযান চালিয়ে ভারতী রুপিসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে কলারোয়ার সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ কে এম তৌফিক আহম্মেদ টিপু জানান-গ্রেফতারকৃত যুবকরা প্রতারক চক্রের সদস্য। গত ২৪ ফেব্রুয়ারী বিকাল ৪টার দিকে আসামী শিমুল হোসেন তার কাছে থাকা একটি ব্যাগে ভারতীয় রুপির মাপের স্পেশাল শ্লিপ প্যাড যার উপরে ২টি ভারতীয় ২০০ শত রুপির নোট ও নিচে ২টি ২০০শত রুপির নোট দিয়ে বান্ডিল করা অবস্থায় মামলার বাদীকে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে আসতে বলে। পরে সেখানে কোন লোক দেখতে না পেয়ে বাদী তাদের মোবাইল ফোনে ফোন দিলে আসামীরা বলে ধানদিয়া খ্রিষ্টান মিশনের পিছনে কপোতাক্ষ নদীর পাড়ে পানের বরোজের সামনে আসতে বলে। ধুত আসামী সহ অন্যন্যে আসামীরদের কথামতো বাদী ২৪ ফেব্রুয়ারী বিকাল ৪টার দিকে ওই ঘটনা স্থান যান। এসময় আসামী শিমুল হোসেনের নিকটে থাকা একটি ব্যাগে ভারতীয় রুপি আছে বলে প্রচার করে। বাংলাদেশী ৩লক্ষ টাকা কই বলে। তখন বাদী বলে এতো টাকা এই ভাবে নিয়ে আসা সম্ভব হয় নাই। কথাবার্তার এক পর্যায়ে বাদী আসামীদের কাছে থাকা টাকা দেখাইতে বলিলে আসামী শিমুল ব্যাগ খুলে টাকা দেখায়। তখন উক্ত ব্যাগের মধ্যে ভারতীয় রুপীর মাপের স্পেশাল শ্লিপ প্যাড যার উপরে ২টি ভারতীয় ২০০শত রুপির নোট ও নিচে ২টি ২০০শত রুপির নোট দিয়ে বান্ডিল করা অবস্থায় ছিলো। এসময় বাদী বুঝতে পারেন যে আসামীরা প্রতারক চক্রের সদস্য। তখন বাদী কৌশলে সরসকাটি পুলিশ ক্যাম্পে মোবাইল ফোন করিলে আসামীরা বুঝতে পেরে পালানোর চেষ্টা করিলে বাদী আসামী শিমুল হোসেনকে আটক করে। কিন্তু তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্যে আসামীরা ঘটনাস্থান থেকে দৌড়ে পালাইয়া যায়। এসময় সরকাটির আইসিকে এম তৌফিক আহম্মেদ টিপু সঙ্গীয় ফোর্স কং খালিদ, আনারুল হককে সাথে নিয়ে ঘটনাস্থানে পৌছে আসামী শিমুলকে হেফাজতে গ্রহন করেন এবং তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে ওই ভারতীয় রুপি উদ্ধার করে। এর পরে ৩১ মে রাতে খুলনার কয়রা থানার মাথাভাঙ্গা গ্রামস্থ জবেদা বেগমের বাড়ি হতে আশাশুনি উপজেলার কুড়িকাহুনি গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল ইসলাম (৩৭) কে গ্রেফতার করেন। পরে তার সীকারোক্তি অনুযায় ২জুন রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের স্যামসাং কোম্পানীর সমানে থেকে একই উপজেলার কাপসন্ডা গ্রামের জমির উদ্দিন সরদারের ছেলে শফিকুল ইসলাম শফি (৪২) কে গ্রেফতার করেন। আসামীদ্বকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

