শেখ সিরাজুল ইসলাম : করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় তালা থানার খেশরা ফাড়ি পুলিশের উদ্যোগে শালিখা মোড়ে স্থানিয় ও পথচারী মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় করোনা মোকাবেলায় বাধ্যতামুলক মাস্ক ব্যবহার, অপ্রয়োজনিয় জনসমাগম এড়িয়ে চলা প্রতিটা ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন সচেতনতামুকল প্রচারনা চালানো হয়। (৪জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত খেশরা ইউনিয়নের শালিখা মোড়ে এই কার্যক্রম চলামান থাকে। খেশরা ফাড়ি পুলিশ করোনা মোকাবেলায় এলাকায় নিয়মিত এধরনের সচেতনতামুলক কার্যক্রম চলমান রেখেছেন। খেশরা পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর (এস আই) শেখ মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স প্রনব, আল আমিন ও লোকমানকে সাথে নিয়ে এই মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচার অভিযান পরিচালনা করেন। এবিষয়ে জানতে চাইলে সাব-ইন্সপেক্টর শেখ মোস্তাক আহমেদ বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সবাইকে করোনা মোকাবিলায় সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, করোনা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

			