সমাজের আলো : রাজধানীর খিলগাঁওয়ে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ (৩৮)। শুক্রবার দুপুরের পরে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবিহিত করা হয়েছে।সংশ্লিষ্ট ব্রাকের ইন্সপেক্টর মো. আলিম বলেন, ‘আমি যতটুকু জেনেছি, খিলগাঁও রেলগেইট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে বিকেলে ঢামেক হাসপাতাল নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’তিনি জানান, এএসআই আবুল কালাম আজাদ সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন। পুলিশ লাইনের ব্রাকে থাকেন। ঘটনার সময়ে তিনি বিশ্রামে ছিল। কোনো কাজে হয়তো বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার শিকার হন তিনি। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার কাছ থেকে কিছু আম, ২ হাজার ৮৫৫ টাকা, মানিব্যাগ পাওয়া গেছে।মো. আলিম আরও বলেন, ‘চিকিৎসকের কাছ থেকে শুনেছি, তাকে খাবারের সাথে কিছু খাওয়ানো হয়েছিল। বর্তমানে সে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *