সমাজের আলো : করোনা উপসর্গ নিয়ে নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর থেকে ও শনিবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী সেলিনা খাতুন (৪৫), সাতক্ষীরা পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে মোঃ আশরাফ হোসেন সরদার (৮৭) ও শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহাদ আলী গাজীর ছেলে সামছুর রহমান (৩৫)। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ মে মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন কালিগঞ্জের সোনাতলা গ্রামের সেলিনা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত আড়াই টার দিকে তিনি মারা যান। এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে গত ২ জুন বুধবার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মোঃ আশরাফ হোসেন সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০ টা ২৫ মিনিটে তিনি মারা যান। আবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার (৫ জুন) ভোর রাত ১টার দিকে সদর হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি হন শ্যামনগরের কৈখালী গ্রামের সামছুর রহমান। ভর্তির মাত্র ১ ঘন্টা পর ভোর রাত ২টার দিকে তিনি মারা যান। এনিয়ে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জুন পর্যন্ত মারা গেছে অন্ততঃ ৫০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২১৫ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডাঃ হুসেন সাফায়েত পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

