সমাজের আলো : আওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারন করে দলকে আরও এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, এই দলের অর্জন অনেক বেশী। ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগনের দলে পরিনত হয়েছে। তারা আরও বলেন, এই দলের কান্ডারী হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এতে আরও বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শহীদুল ইসলাম, ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দলীয় নেতা শেখ শাহিদ উদ্দিন, লায়লা পারভিন সেঁজুতি, শেখ হারুনার রশীদ, ডা.সুব্রত ঘোষ প্রমুখ নেতা। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছর পার করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, জনগনের কল্যানে এই দলকে আরও এগিয়ে নিতে হবে। একইসাথে গনতন্ত্রকে লালন করতে হবে।

