সমাজের আলো : আন্ত:জেলা চোর চক্রের সদস্য আনারুল মোড়লকে আটক করেছে পুলিশ। রবিবার আনরুল ও তার দলের সদস্যরা ভ্যান চুরি করে পালানোর সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল কালিবাড়ি বাজারে আনারুল ভ্যানসহ ধরা পড়লেও তার দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসআই সেলিম জাহাঙ্গীর তাকে ভ্যানসহ থানায় নিয়ে আসেন। এরপর ওসি’র জিজ্ঞাসাবাদে সে নিজকে তালা উপজেলার পাটকেলঘাটার কুমারখালী গ্রামের সিরাজুল মোড়লের ছেলে আনারুল মোড়ল বলে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় থেকে মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারী চালিত ভ্যান চুরির কথা স্বীকার করে।
