সমাজের আলো : ছেলের লাঠিপেটায় হাসপাতালে মাপাবনায় ছেলে ও ছেলের বউয়ের লাঠিপেটার শিকার হয়েছেন মিনতি বালা সরকার নামের এক বৃদ্ধা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৩ জুন) রাতে পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের ভাঁয়না গ্রামে এ। এ ঘটনার ছেলে ভূষণ কুমার সরকারের বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন মিনতি বালা সরকার।

