সমাজের আলো : করোনা দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে অবনতি ঘটছে। দ্রুততার সঙ্গে বাড়ছে আক্রান্ত ও শনাক্তের হার। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মূলত কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় করোনা আক্রান্ত জেলাগুলো বেহাল দশায় পৌঁছে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে। এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এ ঝুঁঁকি চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।প্রায় জেলায় শনাক্তের হার ৩০-এর অধিক। হাসপাতালগুলোয় তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো হাসপাতালে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কোথাও কোথাও সিট খালি না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে। অনেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়েও মারা যাচ্ছেন অনেক স্থানে

