সমাজের আলো : র্যাবের অভিযানে একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীর নাম মোঃ ওহিদুজ্জামান কয়াল (৩৫)। সে শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা (কয়ালপাড়া) গ্রামের মোঃ আব্দুল বাসার কয়ালের ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে ২৬ জুন বেলা ১১ টা ৫০ মিনিটের সময় শ্যামনগর থানার কয়ালপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।

