সমাজের আলো : ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ জুন) সকাল ১১টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এলাকার জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। স্থানীয় বাসিন্দা শেখ আবু হাসানের সঞ্চালনায় খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ।

