সমাজের আলো : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৯নং হরিণখোলা ওয়ার্ডে ২৬ জুন শনিবার শোভারাম সরকার (৫৫) নামের এক ব্যক্তির গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে ওই গ্রামের মৃত বেনীকান্ত সরকারের ছেলে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। মৃত শোভারামের দুই ছেলে উজ্জ্বল সরকার , উতপল সরকার ও স্ত্রী দূর্গারানী অভিযোগ করে বলেন, খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করতেন আমার বাবা। ১৮ তারিখ শুক্রবার গ্রামের দুই পাড়ার কালিপদ, মনোরঞ্জন ও মেম্বর প্রফুল্ল মিলে মিটিং করে তাকে ২৪ তারিখ পর্যন্ত পাটা তুলে নেওয়ার জন্য বলা হয় কিন্তু তিনি এবছর পাটা না তুলে আরো এক বছর খালে মাছ চাষ করবেন বলে দাবী করেন। সব শেষে মাত্র চার মাস সময় চাওয়া গ্রামের ছোট বড় সকলের কাছে কিন্তু তারা শোনেননি। ২৫ তারিখে ২য় মিটিংয়ে তাকে আবারো জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। ওই রাতের কোন এক সময় তিনি তার নিজ ঘেরের টোং ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণ পদ বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এঘটনায় মৃতের পরিবার ও স্থানীয়রা সঠিক তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবী করেছে পুলিশ প্রশাসনের কাছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *