সমাজের আলো : রাজবাড়ীর পাংশায় সবুর প্রামাণিক (৫৫) নামের একজন ভণ্ড সাধুর বিরুদ্ধে নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সবুর রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলেপাংশা থানা পুলিশ গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই সাধুর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার হওয়ার সময় ছিল না তার মুখে কাঁচা-পাকা লম্বা দাড়ি, কালো কাপড়ের আলখেল্লা। সে এ ঘটনা থেকে আত্মরক্ষার জন্য কালো আলখেল্লার পরিবর্তে গেঞ্জি এবং দাড়ি কেটে ফেলার পাশাপাশি মাথায় টুপিও পরা শুরু করে। চেহারা এমন পরিবর্তিত অবস্থায় তাকে পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া সাধুকে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

			