সমাজের আলো : ধর্ষণ মামলায় ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করার সুযোগ আইন থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য আইনের ১৫৫ ধারায়, এখানে রেপ কেসে ভিকটিমের চরিত্র নিয়ে কথা বলার একটা সাব-সেকশন আছে। সেটা পরিবর্তন করার জন্য আমি নির্দেশনা পেয়েছি। সেটা পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় পূর্ণাঙ্গভাবে সেপ্টেম্বরে যে সংসদ অধিবেশন হবে, সেখানে আইন নিয়ে আসতে পারব।সাক্ষ্য আইন ১৮৭২-এর ১৫৫(৪) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি যখন ‘বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার’ অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন, তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারী সাধারণভাবে ‘দুশ্চরিত্রা’। ধারাটি সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন অধিকারকর্মীরা।

