সমাজের আলো : সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ড সংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে। এদের চারজন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে।বুধবার বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মূহুর্তে পর পরই আইসিইউতে দুইজন, সিসিইউতে দুইজন এবং সাধারন ওয়ার্ডে আরও চারজনসহ আট জনের মৃত্যু হয়। রোগীদের স্বজনরা বলেন অক্সিজেন সংকট দেখা দিলেও তা পূরন করতে কর্তৃপক্ষের গাফিলতিতে এসব রোগী মারা গেছে। রাত আটটার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়।এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন ছিল করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে মারা গেছেন।সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি। এ সময় চারজন করোনা পজিটিভ রোগীর অবস্থা খুবই সংকটজনক ছিল দাবি করে তিনি বলেন তারা ছিলেন সিসিইউ ও আইসিউতে। তিনি আরও বলেন সাতক্ষীরা মেডিকেলে ৭৬ টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে।এদিকে এখন পর্যন্ত ২৭৫ জন রোগী মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৬ জন। অন্যরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরিক্ষা করে ৫২ জনের করেনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৫৫ শতাংশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *