সমাজের আলো : সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিকশা গ্যারেজের ম্যানেজার রুবেলের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন রুবেল। রুবেল স্থানীয় একটি রিকশা গ্যারেজের ম্যানেজার বলে জানা গেছে। তিনি তার বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকেন। তবে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, তিনি ডিস্ট্রিক্ট পরিবহনের চালক ও স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। তারা কাজে গেলে বাসায় তার ১০ বছরের মেয়েসহ ছোট আরও একজন মেয়ে থাকে। রাতে বাসায় কেউ না থাকার সুযোগে রুবেল ভুক্তভোগীর ছোটবোনকে ১০ টাকা দিয়ে বিস্কুট কিনতে পাঠিয়ে বড়বোনকে ধর্ষণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ। তিনি বলেন, ‘ধর্ষণকারীকে আটকের প্রক্রিয়া চলছে।’

