সমাজের আলো: নদীর বাঁধভাঙা নোনা জলের উপর চোখের জল ফেলে ঈদের নামাজ আদায় করেছেন খুলনার কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের হাজারো মানুষ। সোমবার (২৫ মে) সকালে ২ নং গ্রামের ক্লোজারের মধ্যে পানিতে দাঁড়িয়ে বানভাসি মানুষ পবিত্র ঈদ-উল-ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেছন মাওলানা আ খ ম তমিজউদ্দীন। রাস্তায় পানি, বাড়ির উঠোনে পানি, মাঠে পানি। চারিদাকে পানি আর পানি। পানিতে থৈ থৈ গোটা এলাকা। ২০ মে, বুধবার রাতে সুপার সাইক্লােন আম্পানের আঘাতে কয়রা উপজেলার ২৩টি পয়েন্টে বাঁধভাঙে। ঘুর্ণিঝড় আম্পানের ভয়াল থাবায় খুলনার উপকূলীয় কয়রা উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। ২৩টি বাধ ভেঙে চারটি ইউনিয়ন প্লাবিত। সদর ইউনিয়ের ২নং কয়রা গ্রামের ক্লোজারে কোদাল হাতে হাজারো মানুষের উপছে পড়া ভিড়। কাজের শেষে পড়তে দেখা গেছে ঈদের জামাত। সদর ইউনিয়নে ২নং কয়রা গ্রামের ১৩/১৪-২ নম্বর পোল্ডারে কাজ শেষে স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা প্রায় ৫ হাজার মানুষ হাটু পানিতে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন। স্থানীয়রা জানান, গত ৫দিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ করে স্থানীয়রা। কিন্তু পানি আটকানো যায়নি। জোয়ার-বয়ে যাচ্ছে ভিটের উপর দিয়ে। কোনটি রাস্তা, কোনটি উঠোন আর কোনটি নদী তা চেনার জো নেই। পানির স্রোতে ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ফসলি জমির উপর তো চলছে জোয়ার-ভাটা। স্থানীয়রা জানান, সরকারের পক্ষ থেকে ডেলটা প্রকল্পের আওতায় টেকসই বাঁধ বাঁধা হবে। কিন্তু তা এখনো শুরু হয়নি। কবে কাজ শুরু হবে সেটিও অজানা। এমন অবস্থায় হাত গুটিয়ে বসে না থেকে তারা স্বেচ্ছায় নেমে পড়েছেন বাঁধ বাঁধার কাজে। ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর বৃহত্তম উৎসব। উৎসবের আনন্দ ম্লান করেছে ঘূর্ণিঝড় আম্পান ও মহামারি করোনা। ঈদের দিনেও কাকডাকা ভোর থেকে ঝুড়ি কোদাল নিয়ে বাঁধ বাঁধতে নেমে পড়েন এলাকাবাসি। এরপর সকাল ৮টার দিকে তারা পানির উপর দাঁড়িয়ে আদায় করেন ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ। পানিতে কাতার, পানিতে রুকু, পানিতেই সিজদা। নামাজের সকল নিয়ম কানুন পানির উপর দাঁড়িয়ে সম্পন্ন করেন তারা। এরপর শুরু হয় খুৎবা। খুৎবা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববাসির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন বানভাসি মানুষ।
