সমাজের আলো : পটিয়ায় বৌভাত অনুষ্ঠান করায় ভ্র্যাম্যমাণ আদালতে জরিমানা। সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে চট্টগ্রামের পটিয়ায় বৌভাত অনুষ্ঠান আয়োজন করায় বরের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে পটিয়া কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য্য হাট এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন চৌধুরী। করোনা সংক্রমণ রোধে সারা দেশে ন্যায় চলমান ৭ দিনের কঠোর বিধি নিষেধের মধ্যে জমায়েত হয় এমন সামাজিক আচার-আচরণ অনুষ্ঠান বিধির ওপর নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। বিধি-নিষেধ না মেনেই গত বৃহস্পতিবার পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মহিরা ক্ষেত্রপাল এলাকার শ্যামল কান্তি বিশ্বাসের মেয়ের সঙ্গে কেলিশহরের দুলাল মহাজনের ছেলে শাওন মহাজনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার দুপুরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ব্যাপারে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে বিধি-নিষেধ অমান্য করে বৌভাত অনুষ্ঠান আয়োজন করায়। বরের বাবা দুলাল মহাজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

