সমাজের আলো : শহরের হাট বাজার গুলোতে লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১১১ টি পজেটিভ এসেছে। য এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন৩৮৬ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৪২ জন। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২জন করোনা আক্রান্ত রোগী। হোম আইসোলেশনে রয়েছেন ১০০৯ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১৭জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।

