সমাজের আলো : তালা উপজেলার পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের আঃ সালাম শেখ নামের এক কৃষকের ফলন্ত ৩ শ কুল গাছ কেঁটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত ১২ জুলায় সকালে ঘটলেও গত ২ দিনেও এ ঘটনায় কার্যকারী কোন ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তবে বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিখ-উল-হাসান কে জানানো হলে তিনি কার্যকারী ব্যবস্থা গ্রহনের জন্য ওসি পাটকেলঘাটা কে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন। জানাগেছে,বড়কাশিপুর গ্রামের তরুণ উদ্যোক্তা শেখ আঃ সালাম জমি লিজ নিয়ে ৪ বিঘা জমিতে কুল ফলের আবাদ করেছেন।গত ২ বছর ঐ ফলের বাগান থেকে ফল সংগ্রহ করেছেন।এবারও ঐ গাছে ফুল আসতে শুরু করেছে।কিন্তুু গত সোমবার সকালে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঐ বাগানের প্রায় ৩০০ শ কুল গাছ কেঁটে মাটিতে মিশিয়ে দিয়েছেন।ফলে ঐ কৃষকের কমপক্ষে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন,এ ঘটনা সাধারণ ব্যাপার । একটি জিডি নেওয়া হয়েছে।এ বিষয়ে ব্লক সুপারভাইজার পীযুস কান্তি পাল ঘটনার ২ দিনেও বিষয়টি জানেন না,তবে সরেজমিন যাবেন বলে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *