সমাজের আলো : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় করোনা আক্রান্ত রোগীদের উদ্ধার করে কয়েক ঘণ্টা খোলা আকাশের নিচে রাখা হয়। এ সময় অক্সিজেনের অভাবে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ধীরেন্দ্রনাথ দাস জেনারেল হাসপাতালের বাইরে নর্দমার পাশে তিন ঘণ্টা পড়ে ছিলেন।নর্দমার পাশে পড়েছিলেন কলেজশিক্ষক, চিকিৎসকদের অবহেলায় মৃত্যু!কাদির তালুকদার২ মিনিটে পড়ুনএমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনাকে দায়ী করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আতাউল মাহমুদ। ওই পোষ্টে দোষীদের শাস্তিরও দাবি করেন তিনি। শুক্রবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই ভাইরাল হয়।গত বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের একটি শয্যার হাই ফ্লো ন্যাজাল ক্যানোলায় আগুন লাগে। ওই সময় করোনা ইউনিটের রোগীরা আতঙ্কে হাসপাতালের বাইরে অবস্থান নেন। স্কুল শিক্ষক ধীরেন্দ্রনাথ দাসের স্থান হয় হাসপাতালের বাইরে একটি নর্দমার পাশে। সেখানে রোদ-বৃষ্টিতে ভিজে চরম দুঃসময় কাটে ওই শিক্ষক ও স্বজনদের। সন্ধ্যায় স্বজনেরা তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে তার মৃত্যু হয়।

