সমাজের আলোঃ ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মানুষের কষ্ট কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন।আম্ফানের আঘাতে জেলার অনেক বেড়িবাঁধ ভেঙে গেছে।ভাঙ্গন দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে।দ্রুত বাঁধ সংস্কার করতে হবে।বৃহস্পতিবার সকালে বেড়িবাঁধ সংস্কার নিয়ে মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এ কথা বলেন।
ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ৩ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান।সভায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

