সমাজের আলো : কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্যসহ এবং মাদক সেবন করায় মোট ৩জনকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার মন্ডলগাতী পশ্চিম পাড়ার হাফিজুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে ইয়াসিন আলী ও শহরের রেলগেট শংকরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। কোতয়ালি মডেল থানার পুলিশ জানায় ,রোববার ২৫ জুলাই রাত সাড়ে ১১ টার পর শহরের জিরো পয়েন্ট মোড় সামছুর চায়ের দোকানের সামনে জাহিদুল ইসলাম নামে এক যুবক মাদকদ্রব্য সেবন করে জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরোক্তিকর আচারন করছে। এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে জাহিদুল ইসলাম নামে মাতাল যুবককে ডায়াং বুলেট ( যশোর হ-১৫-১৪২৩) মোটর সাইকেলসহ আটক করে। পরের দিন ২৬ জুলাই সকালে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডোপ টেষ্টের জন্য নিয়ে গেলে হাসপাতাল থেকে জাহিদুল ইসলামকে পরীক্ষা নিরীক্ষা করে তারা মতামত প্রকাশ করে যে উক্ত যুবক মাদক সেবন করেছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেন। অপরদিকে, সোমবার ২৬ জুলাই রাতে কোতয়ালি মডেল থানার অপর পুলিশ ধর্মতলা খোলাডাঙ্গা ভাইভাই স্টোর নামক মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াসিন আলী নামে এক যুবককে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। সে গাঁজা বেচাকেনা করছিল। এছাড়া,কোতয়ালি মডেল থানার পুলিশ সোমবার ২৬ জুলাই রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরতলী চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে থেকে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ নামে এক যুবক আটক করে। পরে তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *