সমাজের আলোঃ সমাজের আলো নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে বাল্য বিবাহ কমিটি। নিউজের সুত্র ধরে কমিটি সদস্যরা ঘটনাস্থলে যান, পান ঘটনার সত্যতা।
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে বন্ধ হলো স্থানীয় সোনার বাংলা হাইস্কুলে এক দশম শ্রেণীর ছাত্রীর । গত বুধবার ২৭ মে ছয়ঘরিয়ার বর্তমান মেম্বারের বাড়ির পাশে ধুমধামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের নামধারী কিছু ব্যক্তি ও উভয়ই পক্ষের অর্ধশতাধিক আত্মীয় স্বজন। সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাজারুল কারিকরের মেয়ে (১৫±) এবং একই গ্রামের রবিউল কাহারে ছেলে (১৭±) সাথে বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। পরে বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সহায়তায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বরের উপস্থিতিতে ছেলে ও মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার কথা বলে মুচলেকা নেওয়া হয়। ইতিপূর্বে এই বিয়ের অভিযোগ ঢামাচাপা দিতে মেম্বার ও বহিরাগত এক অতিথির বিরুদ্ধে মেয়ের বাবার কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

