সমাজের আলোঃ সদর উপজেলায় ৮৯৫টি মসজিদে ৫,০০০/- টাকা হারে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র ।উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।
এসময় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডের ১৮টি মসজিদের অনূকূলে প্রতিটি মসজিদকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং সদর উপজেলা ও পৌর এলাকার সকল মসজিদকে এ অর্থ দেওয়া হবে।

