সমাজের আলো : করোনা ভাইরাস প্রতিরোধ মূলক টিকা দিতে যশোরের সব শ্রেনীর মানুষের আগ্রহ বাড়ছে। অথচ টিকা দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে মেসেজ না পেয়ে শত শত নারী পুরুষ সিভিল সার্জন কার্যালয়,সদর উপজেলা থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে ঘুরপাক খাচ্ছে। টিকার জন্য রেজিষ্ট্রেশন করে দুই সপ্তাহ থেকে তিন সপ্তার অধিক সময় অতিক্রান্ত হলেও টিকা দেওয়ার নির্দেশনা মেসেজ না পাওয়ায় টিকা গ্রহন করতে পারছেনা রেজিষ্ট্রেশন করা বিভিন্ন পেশার নারী পুরুষ। জেলা সিভিল সার্জন কার্যালয়ে মেসেজ এর জন্য গেলে সেখান থেকে বলা হচ্ছে সদর উপজেলা পরিষদে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যেতে সেখানে গেলে বলা হচ্ছে ঢাকা স্বাস্থ্য মন্ত্রনালয়ে আইসিটি কার্যালয় থেকে মেসেজ দিচ্ছে। মেসেজ পাওয়ার জন্য একদম সহজ উপায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে থাকলেও তা সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়,যেখানে সরকার দেশের জনগনকে করোনা ভাইরাসের সংক্রমন হাত থেকে রক্ষা করতে বিদেশ থেকে মূল্য দিয়ে টিকার ভ্যাকসিন নিয়ে এসেছে। সেখানে যশোরের মানুষ করোনা ভাইরাস প্রতিরোধ টিকা গ্রহনের জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানের মাধ্যমে সরকারের স্বাস্থ্য সুরক্ষা অপশনের মাধ্যমে কিছু অর্থ দিয়ে রেজিষ্ট্রেশন করছে। রেজিষ্ট্রেশন করার পর করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়ার নিদের্শনা হিসেবে মেসেজ পাওয়ার জন্য এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ অতিক্রান্ত হয়ে তিন অনেকের তিন সপ্তাহ পার হয়ে প্রায় মাস খানেক নিয়েছে। তাদের অনেকের মেসেজ না আসায় টিকা ডোজ দেওয়ার ইচ্ছে থাকলেও দিতে পারছেনা। মেসেজ না পেয়ে সপ্তাহ খানেক পূর্বে যশোরের বিভিন্ন পেশার মানুষ যশোর সিভিল সার্জন কার্যালয়ে ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি কক্ষে জেলা সিভিল সার্জনের অধীনে কম্পিউটার দিয়ে মেসেজ পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে মেসেজ পাওয়ার নিশ্চয়তা করা হচ্ছিল। সেখান থেকে মেসেজ পাঠালে টিকা দেওয়া যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *