যশোর প্রতিনিধি : যশোর ঝিকরগাছা উপজেলার ব্যবসায়ী মোশারফ হোসেনের বাড়িতে চুরির সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আসামিরা হলো, ঝিকরগাছা উপজেলার কালী মন্দিরের পেছনের বাসিন্দা মৃত লতিফের ছেলে সাইফুল ইসলাম, শার্শা উপজেলার নাভারণ রেল বাজার এলাকার মৃত মাসুম কবিরের ছেলে সাইদুল আলম ও ঝিকরগাছা উপজেলার মুসলিম জুয়েলার্সের মালিক সাগর আহম্মেদ রাজু। তিন আসমির মধ্যে বুধবার সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন জবানবন্দি গ্রহন করে তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সাইফুল ইসলাম ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সাথে চুরি করা সোনা মুসলিম জুয়েলার্সের মালিকের কাছে বিক্রি করেন বলে জানান।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলার গদখালীর কালী মন্দিরের পাশের বাসিন্দা মোশারফ হোসেন মুসা গত ১৯ জুলাই পরিবার নিয়ে যশোরে শ্বশুড় বাড়িতে আসেন। পরে ২৪ জুলাই বাড়ি ফিরে দেখেন তার বাড়িতে গ্রিল কেটে চোরেরা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। নগদ টাকা ও সোনার গহনা সহ দেড়লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় তিনি পরের দিন ঝিকরগাছা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ ওই তিন আসামিকে আটক করে।#

