সমাজের আলো : ভোমরায় পূর্ব শত্রুতার জের ধরে এক পল্লী চিকিৎসককে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ভোমরা পশ্চিমপাড়া সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের বাড়ির সামনে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই পল্লী চিকিৎসক। অভিযোগ সূত্রে জানা যায়, ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলীর পুত্র আশরাফুল ইসলাম বেশ কয়েক মাস আগে ভোমরা গাজীপাড়া গ্রামের ফারুক হোসেনের ডিলার নেওয়া একটি মশার কয়েল কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। এসময় ডিলার ফারুক বিভিন্ন ভেজাল পণ্য সরবরাহ করায় আশরাফুল প্রতিবাদ করে কোম্পানীর চাকরি ছেড়ে দিয়ে পল্লী চিকিৎসক হিসেবে প্রাক্টিস করতে থাকেন। এতে ডিলার ফারুক আশরাফুলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। এরপর গত ৫ আগস্ট বৃহস্পতিবার রাতে ডিলার ফারুক ও তার ছেলে ফরহাদ আশরাফুলের ভোমরা পশ্চিমপাড়া সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের বাড়ির সামনে চেম্বারে হাজির হয়ে তাকে গালি গালাজসহ চেম্বারের ভেতরে থাকা রোগীদের সামনে আশরাফুলকে চড়, কিলসহ লোহার রড দিয়ে মেরে ফোলা জখম করে। এসময় ডিলার ফারুক আশরাফুলের চেম্বারে ভাংচুরসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই রির্পোট লেখার সময় সদর থানার এসআই মিনাজউদ্দীন ঘটনার তদন্ত করছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *