সমাজের আলো : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার অঞ্চলটির শাসক দল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা সম্পর্কে জানা যায়নি। বরাবরের ন্যায় এবারও হামলার জন্য উল্টো হামাসকেই দায়ী করেছে দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটি থেকে চালানো বেলুন হামলার জবাব দিতেই বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, হামাসের একটি রকেট লঞ্চিং সাইট এবং একটি ভবনকে বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

