আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলার দেবহাটায় পিকআপের ধাক্কায় নিশান হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।জানা গেছে আজ রোববার-৩১ মে বিকাল ৪টার দিকে দেবহাটা উপজেলার সখিপুরে নানা বাড়ীতে যাওয়ার সময় লাইট হাউজ সংলগ্ন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে দূর্ঘটনায় শিশু নিশানের মৃত্যু হয়। সে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের আবুল কাশেম মোল্যার ছেলে ও একটি প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র।নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে ভোমরা নিজ বাড়ী থেকে মা খাদিজা খাতুনের সাথে ইজিবাইকে সখিপুরে নানা লাভলু গাজীর বাড়ীতে বেড়াতে যাচ্ছিল শিশু নিশান। নানাবাড়ীর কাছাকাছি পৌঁছাতেই সখিপুর লাইট হাউস সংলগ্ন সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের পাশে ইজিবাইক থেকে নেমে পড়েন নিশান ও তার মা খাদিজা।শিশুটির মা খাদিজা খাতুন ইজিবাইকের ভাড়া মিটিয়ে শিশুটিকে নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মোবাইল নেটওয়ার্ক কোম্পানী রবি এয়ারটেল’র মালামাল বোঝাই দ্রুত গতির একটি পিকআপ সজোরে শিশু নিশানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন শিশু নিশানের মা খাদিজা খাতুন। একপর্যায়ে ঘাতক পিকআপটি জব্দসহ চালক রবিউলকে আটক পরবর্তী পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন সহ ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *