যশোর প্রতিনিধি: যশোারে ১৯ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার তরুণীর বাড়ি সদর উপজেলার কচুয়া গ্রামে। পুলিশ অভিযুক্ত ধর্ষক শাহিন হোসেনকে আটক করেছে। গুরুতর অবস্থায় রোববার রাতে ওই তরুণীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তরুণীর মা অভিযোগ করে বলেন, ‘গতকাল দুপুরে আমি বাড়িতে নামাজ পড়ছিলাম। এসময় আমার প্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশে স্কুলের সামনে দিয়ে বাড়ি আসছিল। তখন চাউলিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে শাহিন পাশেই রফিকের বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়ের কাছে বিস্তারিত শুনে ঘটনা পুলিশকে জানাই। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে রাত নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি।’ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহম্মেদ বলেন, মেয়েটির গোপনাঙ্গে ক্ষত হয়েছে; যা অস্ত্রোপচারের মাধ্যমে রিপেয়ার করা হয়েছে। এটা সেক্সুয়াল অ্যাসালট। তবে সে আশঙ্কামুক্ত।’ এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ধর্ষক শাহিনকে গ্রেফতার এবং থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

