শ্যামনগর প্রতিনিধি : মেয়ের জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেছে পিতা। মঙ্গলবার(১০ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে চুনা গ্রামের মোঃ রেজাউল লিখিত বক্তব্যে বলেন আমার কন্যা মোছাঃ ফতেমা খাতুন (২১) হঠাৎ অসুস্থ হলে সুচিকিৎসার জন্য শ্যামনগরে নিয়ে আসি। আমার কন্যার চিকিৎসার কথা বলে ডাঃ মোছাঃ রেহানা পারভীন (৪৫) প্রেগন্যান্ট কেয়ার কর্নার শহীদ মুক্তিযোদ্ধ সড়ক, (শ্যামনগন বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বে) পিতা- মরহুম ডা: জিয়াউর রহমান শেখ, সাং- হায়বাতপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা নামীয় ব্যক্তি তার চেম্বারে নিয়ে ঔষধ দ্বারা ভুল চিকিৎসা করে পেটের শিশু সন্তান নষ্ট করে ফেলে।
ডাক্তার রেহানা পারভীণ আমার কন্যার জরায়ু নাড়ি বের করে ফেলে। কন্যার পেটের শিশু সন্তানটি মারা যায় । বর্তমানে আমার কন্যা মৃত্যু শয্যা অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আমার কন্যার শরীরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। যার ফলে কন্যার শরীরে রক্ত দেওয়া লাগবে এবং আমার কন্যাকে অপারেশন করতে হবে। কন্যার শারিরীক অবস্থার অবনতি হতে দেখে আমি রেহানা পারভীণকে চিকিৎসার জন্য বার বার অনুরোধ জানানো সত্বেও সে কোন গুরুত্ব দিচ্ছে না ।
ঘটনা অস্বীকার করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে। গত ৫ আগষ্ট তারিখ সকাল আনু: ৯.০০ ঘটিকার সময় ডা: রেহানা পারভীনের বাসা বাড়ীতে গেলে সে আমার কন্যার চিকিৎসার কোন খরচ খরচা দেবে না মর্মে জানান। বর্তমানে আমার কন্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে।বর্তমানে চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে আমার কন্যার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। সে কারনে আমার কন্যার জীবন বাঁচাতে এবং উক্ত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এসময় তিনি উক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

