সমাজের আলো : যশোরে চাচার বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে আদালতে মামলা হয়েছে। গত সোমবার বাঘারপাড়া আমলী আদালতে ভুক্তোভোগী ভাইজি এ মামলা করেন। আসামি মাগুরা জেলার শালিখা উপজেলার শাবলাট গ্রামের মৃত বুধোই সিকদারের ছেলে তোরাফ সিকদার। সিনিয়র জুসিডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে বিকেলে এক আদেশে বাঘারপাড়া থানাকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর ছেলে ক্যান্সারে আক্রান্ত। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছিল সে। এমন সময় চাচা তোরাফ তাকে ঢাকাতে গার্মেন্টেসে চাকরির প্রলোভন দেয়। এ সময় বাদী স্বামীর অনুমতি নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর চাচার সাথে ঢাকায় যায়। চাচা আশুলিয়াতে নিয়ে যেয়ে অপরিচিত একটি স্থানে আটকে রাখে তাকে। কু প্রস্তাব দিয়ে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এর কয়েক দিন পর অপরিচিত দুই জনের সহযোগিতায় আসামি বাদীর গলায় অস্ত্র ধরে নগ্ন করে ছবি তোলে। পরে ওই ছবি দেখিয়ে ব্লাক মেইল করে বাদীকে স্বামীর সংসার ছাড়তে বলে তাকে বিয়ে করতে বলে। বাদী রাজী না হলে নানা ধরণের হুমকি ধামকি দেয়। একপর্যায় একমাস আশুলিয়ায় আটকে রাখা অবস্থায় পাশের বাড়ি এক মহিলার সহায়তায় বাদী পালিয়ে যশোরে চলে আসে। এরপর চোখ লজ্জার বিষয়ে বাদী কাউকে কিছু বলেনা। এরপর আসামি প্রায় ওই সব নগ্ন ছবি বাদীর মোবাইলে পাঠায়ে হুমকি দিতে থাকে। সর্বশেষ গত ৭ আগষ্ট ফের ওইসব ছবি পাঠায়। এসব বিষয়ে আসামিকে নিষেধ করা হলেও নানা ধরণের ভয়ভীতি দেখালে বাদী বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন। এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী অসীম কুমার ঘোষ বলেন, আপন চাচা এ ধরণের কাজের সাথে জড়িতের বিষয়টি আদালত গুরুত্বের সাথে নিয়েছেন। ফলে সরাসরি এজাহারের নির্দেশ দিয়েছেন। তিনি থানার ওসিকেও বিষয়টি গুুত্বের সাথে নিয়ে আসামিকে দ্রুত আটকের দাবি জানান। #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *