সমাজের আলোঃ সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় চলতি বছরের দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ মাদ্রাসায় ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জনই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।তন্মোধ্যে এ গ্রেড ৯জন এ মাইনাস ১৪ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেডে ১ জন।মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমান সমাজের আলো কে জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও অত্র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মাদ্রাসার সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার কারণে এবারও ফলাফল আশানুরূপ হয়েছে। গত জেডিসি পরীক্ষায়ও শতভাগ পাশ করেছে বলে তিনি জানান।

