সমাজের আলো : র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ নাজমুল হোসেন সোহাগ (৩৩) নামে এক যুবক আটক করা হয়েছে। সে উপজেলার কেরালকাতা পশ্চিমপাড়ার গ্রামের রবিউল ইসলাম মোড়লের ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়ার উত্তর দিগং গ্রামের জনৈক রনি মাস্টারের মোটর গ্যারেজ এর দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করা হয়। এসময় নাজমুল হোসেন সোহাগ নামে ওই যুবককে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এঘটনায় কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১), ১৯(ক) ধারা একটি মামলা নং-৯(৮)২১ দায়ের হয়েছে।

